
বগুড়া শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় ২টি সিএনজি ও একটি অটোরিকশার দুমড়ে মুচড়ে গিয়ে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস ওই এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা প্রায় ১০ মিনিট পর ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
শজিমেকের চিকিৎসকরা জানান, আহতদের নিউরো সার্জারি, সার্জারি ও অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন— ১. মো. শাকিল (২৮), পিতা: মোক্তার হোসেন, গ্রাম: জুসখোলা, শাজাহানপুর। ২. মোছা. রেশমী (৩২), পিতা: ইয়ামিন প্রামানিক, গ্রাম: নিমগাছি ফকিরপাড়া, শাজাহানপুর। ৩. মোছা. দোলেনা (৫০), স্বামী: ইয়ামিন প্রামানিক, একই গ্রামের বাসিন্দা। ৪. মোছা. সালমা (৪৮), ঠিকানা অজ্ঞাত। ৫. মো. মোকছেদুল (৫০), পিতা: আনসার, গ্রাম: খোট্টাপাড়া, শাজাহানপুর। ৬. অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বাসসহ দুইটি সিএনজি অটোরিকশা ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আজিজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।