
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে মোস্তাইল পাঁচ পীরতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি একটি ফলদ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে হলে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি জাতীয় কর্তব্যও।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক আবুল বাশার। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।
কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলবে এবং আগামী প্রজন্মকে সবুজের প্রতি আগ্রহী করে তুলবে।