
বগুড়া শাজাহানপুর উপজেলায় রহস্যজনক ভাবে নিহত এক যুবতির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার(২৫জুন) সকাল ৯টার দিকে আড়িয়া ইউনিয়নের শালুকগাড়ি গ্রামে পুকুরপাড় এলাকায় জনৈক ওয়াহেদ আলীর বাড়িতে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলো ওই নারী।
নিহত যুবতি উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর মধ্যপাড়া গ্রামের মৃত জাকারিয়া হোসেনের মেয়ে সুমাইয়া আকতার(৩২)। গত ৪মাস পূর্বে খড়না ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের রাজু নামের এক ব্যক্তির সাথে স্বামী স্ত্রী পরিচয়ে ওই নারী ওয়াহেদ আলী(৭৫)’র বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। যদিও সুমাইয়া উপজেলার মাঝিড়া ইউনিয়নের টিকাদারপাড়া গ্রামের বাপ্পি এর স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রাজু।
বাড়ির মালিক ওয়াহেদ আলী বলেন, ৪মাস পূর্বে রাজু নামের এক ব্যক্তির সাথে স্বামী স্ত্রী পরিচয়ে বগুড়া শহরের মালতিনগর এলাকার ঠিকানা দিয়ে আমার বাড়ি ভাড়া নিয়েছিলেন। তারা দিনের বেলা ১২টার দিকে ঘুম থেকে উঠতেন। আমাদের সাথে তাঁদের খুব একটা কথা হতো না। রাজু একটি মাইক্রো বাস চালাতেন বলে আমাকে তাঁরা জানিয়েছিলেন। রাজুর সাথে তাঁর ভাতিজা পরিচয়ে আরেক যুবক এই বাড়িতে আসা যাওয়া করতেন।
ওয়াহেদ আলী আরো বলেন, মঙ্গলবার সারাদিন সুমাইয়া ঘরের দড়জা খোলেনি। সারাদিন বারান্দার লাইট জ্বলেছে। বুধবার ভোরে ওদের বারান্দায় গিয়ে তালা বদ্ধ দেখতে পাই। পরে স্বন্দেহ হলে ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলামকে ফোন দেই এবং আশপাশের লোকজনকে ডেকে আনি। পুলিশ আসলে দড়জা ভেঙে ভিতরে ঢুকে দেখি সুমাইয়ার ঝুলন্ত লাশ।
ঘটনাস্থলে থাকা বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, লাশ সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারন বলা যাচ্ছে না। আপাতত থানায় অপমৃত্যু মামলা নিয়ে পুলিশ তদন্ত করবে।