
বগুড়া শাজাহানপুরের আমরুল ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকে হত্যার হুমকি প্রদান করেছে মোঃ শিশু আকন্দ ওরফে রকি। সে ওই ইউনিয়নের পলিপালাশ এলাকার বাবলু আকন্দের ছেলে।
শিশু বিভিন্ন সময় বিএনপির একাধিক নেতা কর্মীকে হত্যার হুমকি দিয়ে আসলেও গত মঙ্গলবার(১১ ফেব্রুয়ারিত) সকাল ১১.টায় প্রকাশ্যই হত্যার হুমকি দেয় ওই ইউনিয়নের পলিপলাশ গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবদল নেতা সাজেদুল হক কে।
এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজেদুল হক বাদী হয়ে শাজাহানপুর থানার অভিযোগ দায়ের করেন।
বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মাদকাসক্ত শিশু পতিত সরকারের দোষর ও সক্রিয় কর্মী। বিবাদী শিশু রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরিয়া প্রায়ই অভিযোগ কারীসহ তার পরিবারের লোকজন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসছে। এমতাবস্থায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) সকাল ১০টায় উপজেলার আমরুল ইউনয়নের সাঘাটিয়া বাজারে মোবাইল যন্ত্রাংশের দোকানে বসে থাকা বাদীকে উক্ত বিবাদী হাতে রাম দা নিয়ে আসিয়া জনসন্মুখে পূর্বশত্রুতার জের ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। উপস্থিত লোকজন বিবাদীকে গালিগালাজ করিতে নিষেধ করিলে উক্ত বিবাদী সাজেদুল কে রাম দা দিয়ে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। প্রকাশ্য এই হুমকি ও অস্ত্র প্রদর্শনে ভীত সন্ত্রস্ত হয়ে পরে উপস্থিত লোকজন।
ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক
তাজুল ইসলাম ও দুলু জানান, শিশু পতিত সরকারের একজন সক্রিয় কর্মী এবং একজন মাদকসেবি। মাদক সেবন করে বিভিন্ন সময়ে মাতলামি করে ও প্রকাশ্যে অস্ত্রপাতি নিয়ে ঘোরাফেরা করে।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ শিশু মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আর আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে কখনো জড়িত ছিলাম না। বর্তমানে আমি প্রতিহিংসার শিকার।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান,এ বিষয়ে অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।