
বগুড়া শাজাহানপুরে শেখ হাসিনার জন্মদিনে ঝটিকা মিছিল, যুবক গ্রেফতারশাজাহানপুরের টেংঙ্গামাগুর এলাকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
মিছিলের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিড়িওতে শেখ হাসিনার জন্মদিনের স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আবু হুরায়রা নামে এক যুবককে গ্রেফতার করে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, শনিবার মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করেছে। তবে ফেসবুকে ভাইরাল হওয়া ঝটিকা মিছিলের ভিডিও কোথাকার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।