
নান্দনিক আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠী’র শিল্পী ও অভিভাবক সমাবেশ-২০২২.
উক্ত অনুষ্ঠানে দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর পরিচালক হাফেজ আহমাদ জাকারিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সহকারী নির্বাহী পরিচালক জনাব সাইদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সসাসের শিল্প সম্পাদক আবু জার গিফারী।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য পেশ করেন গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান হাসনাইন আহমাদ। এছাড়াও বক্তব্য রাখেন দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শফিক রাসেল সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।