১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সময় মতো বিয়ের দাবিতে বর সেজে রাস্তায় যুবক

spot_img

সন্তানদের সময়মতো বিয়ের দাবিতে বর সেজে রংপুরে এক অভিনব প্রতিবাদ করেছেন রেজা নামের এক যুবক। মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত এই যুবকের বাড়ি রংপুর সিটি কর্পোরেশনের আমাশু কুকরুল এলাকায়। তিনি নিজেও এখনও বিয়ে করেননি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, নগরীর প্রেসক্লাবের সামনে রেজা মাথায় পাগড়ি ও শরীরে শেরোয়ানি, চোখে সানগ্লাস এবং গলায় ফুলের মালা পরে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে থাকা রঙিন কালিতে প্রিন্ট করা প্ল্যাকার্ডে লেখা, ‘সন্তানদের বিয়ে সময়মতো দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে”। তাঁকে ঘিরে অনেকেই ছবি তুলছেন, কথা বলার চেষ্টা করছেন এবং অনেকে তাঁর সঙ্গে ছবিও তুলছেন। এক নজর ভালো করে দেখার জন্য পথচারীরা গাড়ি থামাচ্ছেন। তিনি প্রায় এক ঘণ্টা ধরে সেখানে দাঁড়িয়ে ছিলেন।

গীতিকার ও ছড়াকার এস এম খলিল বাবু বলেন, যুবকের এই অভিনব প্রতিবাদ কোনো হাসির বিষয় নয়। বরং এটি সচেতনতা সৃষ্টিতে কাজ করবে। তিনি মনে করেন, আইনিভাবে বিয়ের বয়স হলে ছেলেমেয়েদের বিয়ে দেওয়া উচিত, তাতে সবার মঙ্গল হয়।

কবি ও শিক্ষক বেলায়েত হোসেন বলেন, অবশ্যই ছেলে-মেয়েদের প্রাপ্ত বয়সেই বিয়ে দেওয়া উচিত। মূলত আমাদের দেশে চাকরি বা কাজে যোগদানে বিলম্ব হওয়ার কারণে বিয়েও দেরি হয়। আবার অনেকে আছেন, যারা চাকরি পাওয়ার পরও বিয়ে করেন না বা পরিবারের লোকজনও বিয়ে দিতে চান না। তবে সরকারিভাবে নির্ধারিত বয়স হলেই বিয়ে দেওয়া উচিত।

অভিনব প্রতিবাদকারী যুবক রেজা বলেন, আমাদের অভিভাবকেরা সন্তানের বয়স ৩০ পেরিয়ে গেলেও তাঁদের এখনও ছোট মনে করেন। অথচ সরকারিভাবে মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে। আমরা অনেক সময় পড়ালেখা শেষ করার অপেক্ষায় থাকি। এই অপেক্ষা শেষ পর্যন্ত চাকরির অপেক্ষায় গড়ায়। এভাবেই কখন যে বয়স ৩০ পেরিয়ে যায়, তা ভাবনায় আসে না। এই যৌবনকালে ছেলেমেয়েরা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে। অনেকে নানা রকম খারাপ কাজের সঙ্গেও যুক্ত হয়। সময়মতো বিয়ে দিলে এই খারাপ কাজটা আর হতো না। দেশের বিভিন্ন পার্কে গেলেই হাজারো তরুণ-তরুণী, যুবক-যুবতীর দেখা মেলে, যাঁরা পার্কেই সুযোগ পেলে অনৈতিক কাজ করছেন।

তিনি আরও বলেন, ‘আমার আজকের প্রতিবাদ অভিভাবকদের প্রতি। এই অভিনব প্রতিবাদের মাধ্যমে অভিভাবকদের উদ্দেশ্যে বলব, আপনার সন্তানের বিয়ের বয়স হলে আর অপেক্ষা না করে বিয়ে দিয়ে দিন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ