
গাজীপুরে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় শাজাহানপুর প্রেস ক্লাবের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিবুল আলম সজীবের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
এ সময় আরও বক্তব্য দেন শাজাহানপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহিন আলম, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, আতিকুর রহমান আতিক, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাইদুজ্জামান তারা, নজরুল ইসলাম মিলন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক সুচন্দন সরকার, কোষাধ্যক্ষ শাহিন আলম, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নির্বাহী সদস্য রঞ্জু মিয়া, রিয়াজুল ইসলাম এবং সাবেক দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রিপন,সদস্য মেজবাউল আলম, শাহ আলম, সানোয়ার হোসেন, সরকার মুক্তা, জাকারিয়া, খাজা রতন, মিজানুর রহমান ও নাজিরুল ইসলাম।
এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এস এ সবুজ, কাউয়ূম, মাইনুদ্দিন,আনোয়ার, মহিউদ্দিন, শিবলু, সুজন, মনোয়ার, শাকিলসহ অনেকেই কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক ১৫ দিনের মধ্যে চার্জশিট প্রদান এবং দ্রুত বিচার কার্য সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ সারাদেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।