
শাহরিয়ার হাসান ধুনট, (বগুড়া)
প্রতিনিধি :
বগুড়ার ধুনটে ৫০০ টাকাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর জাকিরুল হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব। ৮ জুলাই শনিবার র্যাব সদর দপ্তরের সহযোগিতায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-৪ নবীনগর সাভার এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামী জাহাঙ্গীর হোসেন (২২) কে গ্রেফতার করে। জাহাঙ্গীর হোসেন উপজেলার নিমগাছী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।
জানা যায়, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার দড়িনন্দ গ্রামের মৃত আব্দুল হামিদ প্রামানিকের ছেলে জাকিরুল ইসলাম (৩০) একই জেলার ধুনট উপজেলার মাজবাড়ী গ্রামে সপরিবারে বসবাস করে একটি মুদি দোকান পরিচালনা করতো। গত ২০২২ সালে ৯ ডিসেম্বর জাহাঙ্গীরের কাছ থেকে পূর্বের পাওনা ৫০০ টাকা পরিশোধ করতে বলে। আসামী টাকা না দিয়ে ওই দিনগত রাত আনুমানিক ৮টার দিকে মুদি দোকান থেকে জাকিরুলকে টেনে বের করে এলোপাথারী ভাবে কিলঘুষি ও হত্যার উদ্দেশ্যে লাঠি দ্বারা জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসক এর চেম্বারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে গত ১১ ডিসেম্বর ধুনট থানায় ৩০২ ধারায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনার পর থেকেই র্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে। এমতাবস্থায় গত ৮ জুলাই ২০২৩ রাত ১০ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী জাহাঙ্গীর হোসেন কে গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, গ্রেফতারের পর রবিবার আসামী জাহাঙ্গীর হোসেন কে থানায় সপোর্দ করেছে র্যাব।