৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অ্যাস্টন ভিলার কাছে হেরেও সেমিফাইনালে পিএসজি

spot_img

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলা ৩-২ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে পিএসজি। গত সপ্তাহে প্যারিসে প্রথম লেগে অ্যাস্টন ভিলাকে ৩-১ ব্যবধানে হারায় পিএসজি।

ভিলা পার্কে ম্যাচের ১১তম মিনিটে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ভুলে বল জালে জড়ান পিএসজি ডিফেন্ডার আসরাফ হাকিমি। ২৭তম মিনিটে পিএসজিকে আরও একবার এগিয়ে দেন নুনো মেন্দেজ।

৩৪তম মিনিট থেকে ম্যাচে ঘুরে দাঁড়াতে শুরু করে অ্যাস্টন ভিলা। ইউরি টিয়েলেমানসের শট পিএসজি ডিফেন্ডার পাচোর গায়ে লেগে জালে জড়িয়ে যায়।

অ্যাস্টন ভিলা দ্বিতীয় গোলের দেখা পায় ৫৫তম মিনিটে। বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান জন ম্যাকগিন। ৫৭তম মিনিটে আরও একটি গোল পায় ভিলা। রাশফোর্ডের কাট ব্যাক থেকে বল পেয়ে গোল করেন কনস্টা। বাকি সময়ে মুহুর্মুহু আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি ভিলা। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে প্যারিস জায়ান্টরা।

সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ