
আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে অসহায় এক প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।
প্রতিবন্ধী ব্যাক্তি হলেন শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের তৌফিক প্রামানিক।
আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর প্রতিবন্ধী ব্যাক্তি তৌফিক প্রামানিক কে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম এর প্রচেষ্টায় আবাম ফাউন্ডেশন সহযোগিতায় উক্ত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।
এইসময় উপস্থিত ছিলেন,আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম,স্বেচ্ছাসেবী হাসানুজ্জামান মাসুদ, রায়হান আলী , ইমাম হাফেজ মাওলানা জাকিরুল হাসান, সাংবাদিক মিনহাজ , আরিফুল ইসলাম সহ আরো অনেকেই ।
এই সময় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম বলেন,”আবাম ফাউন্ডেশন বাংলাদেশ সবসময় সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে থাকার চেষ্টা করে আসছে। আমরা বিশ্বাস করি, মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। তৌফিক প্রামানিকের মতো একজন প্রতিবন্ধী ভাইয়ের চলাচলের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পেরে আমরা আনন্দিত। এই হুইল চেয়ার শুধুমাত্র একটি যন্ত্র নয়, এটি তার জীবনের চলার পথে একটি সাহস ও সহায়ক শক্তি। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করি, সমাজের বিত্তবানরাও এ ধরনের কাজে এগিয়ে আসবেন।”
এমন সেবামূলক কার্যক্রমকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে