
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বরাদ্দকৃত “নৌকা” প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা যায়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় গিয়ে দেখা যায়, সেখানে আওয়ামী লীগের নাম থাকলেও ব্র্যাকেটে “স্থগিত” শব্দটি লেখা রয়েছে। আর প্রতীকের ঘরে কোনো ছবি নেই। গতকাল মঙ্গলবার পর্যন্ত দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেছে।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সংবাদমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ইসির সমালোচনা করে লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”
ইসির ওয়েব সাইট থেকে নেওয়া স্ক্রিনশট
এরও আগে, নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ এ বিষয়ে বলেছিলেন, “প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে, দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।”
প্রসঙ্গত, বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত।
জানা গেছে, নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা বেড়ে ১১৫টি হবে, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের “দাঁড়িপাল্লা” প্রতীকও অন্তর্ভুক্ত থাকবে।