৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাবতলীতে ব্যবসায়ী ও যুবদল নেতা আহসান হাবীব সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

spot_img

তথ্য যাচাই ছাড়াই সামাজিক মাধ্যমে প্রচারণা; রাজনৈতিক ঈর্ষা থেকে পরিকল্পিত অপচেষ্টা

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিমের বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মৌখিক প্রচারের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্নের চেষ্টা চলছে, যা স্থানীয় সচেতন মহল নিন্দা জানিয়েছে।

আহসান হাবীব সেলিম গাবতলী এলাকায় দীর্ঘদিন ধরে একজন সফল ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবা, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুপরিচিত। রাজনৈতিক অঙ্গনেও তিনি ত্যাগী ও দায়িত্বশীল নেতা হিসেবে সুনাম অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি তথাকথিত অভিযোগের ভিত্তিতে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমসহ কয়েকজন নেতার প্রাথমিক সদস্যপদ ও সকল পর্যায়ের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে তদন্ত কমিটি গঠনের পর অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত না হওয়ায় তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত ও রাজনৈতিক ঈর্ষা থেকে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য—জনপ্রিয় একজন নেতাকে বিতর্কিত করে জনসমর্থন দুর্বল করা।

একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “সেলিম সাহেব ব্যবসায় সৎ, রাজনীতিতে পরিচ্ছন্ন, আর মানুষের পাশে থাকেন সবসময়। এমন একজন মানুষকে নিয়ে মিথ্যা কথা ছড়ানো অত্যন্ত দুঃখজনক।”

সচেতন মহল মনে করে, ব্যক্তিগত বা পারিবারিক জীবনের ক্ষুদ্র ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে অপপ্রচার চালানো শুধু ব্যক্তির মর্যাদা ক্ষুণ্নই করে না, বরং সমাজে বিভাজন ও অনাস্থার জন্ম দেয়। তারা সবাইকে গুজবে কান না দিয়ে যাচাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে আহসান হাবীব সেলিম বলেন, “আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি, ভবিষ্যতেও করব। অপপ্রচার আমাকে দমাতে পারবে না।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ