৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গেইলের রেকর্ড ভেঙে বাবরের নতুন ইতিহাস

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : একের পর এক কীর্তি গড়েই চলেছেন বাবর আজম। ভেঙে চলেছেন পুরনো সব রেকর্ড। এবার ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার কিংবদন্তি ক্রিস গেইলের করা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম। পাকিস্তানের এই ক্রিকেটার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র ২৭১ ইনিংসে ১০ হাজার রান সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে করাচির বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম।

বাবর আজম মাত্র ২৭১ ইনিংসে ব্যাট করে ১০টি সেঞ্চুরি আর ৮৪টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৬২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল ২৮৫ ইনিংসে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেন। ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি ২৯৯ ইনিংসে এই মাইলফলক অর্জন করেন।

টি-টোয়েন্টিতে ১০ হাজারি ক্লাবে আছেন ক্রিস গেইল, পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ইংল্যান্ডের জেমস ভিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ