
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ডর্টমুন্ডের ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হারলেও প্রথম লেগে ৪-০ ব্যাবধানে জেতায় দুই লেগে ৫-৩ অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে বার্সালোনা। ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কাতালান জায়ান্টরা।
এদিন শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে বার্সাকে কাঁপিয়ে দিয়েছিল ডর্টমুন্ড। নবম মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হন প্যাসকাল গ্রব। বল বিপদমুক্ত করতে গিয়ে তাকে ফেলে দেন বার্সা কিপার উসচেখ শেসনি। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে, পেনাল্টি থেকে জালে বল জড়ান সেরহৌ গুইরাসি। বিরতির আগে লক্ষ্যে ১০টি শট নিলেও গোল করতে পারেনি ডর্টমুন্ড।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে ডর্টমুন্ড। ৪৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বেসেনবাইনির হেড পাসে জালে জড়ান গুইরাসি। ৫৪তম মিনিটে বেনসেবাইনির আত্মঘাতী গোলে স্বস্তি পায় বার্সালোনা। ৭৬তম মিনিটে আরও একটি গোল পায় ডর্টমুন্ড। ডুরানভিলের বক্সের বাইরে থেকে বাড়ানো ক্রসে সরাসরি বল জালে জড়ান গুইরাসি। বাকি সময়ে কোন দল গোলের দেখা না পেলে দুই লেগে ৫-৩ গোলের ব্যবধানে শেষ চার নিশ্চিত করে বার্সালোনা।
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ