৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ার শেরপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

spot_img

শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট:
বগুড়া শেরপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। রবিবার (১৮জুন) বেলা এগারোটায় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার শেরপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আবু মুসা।

সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, কালেরকণ্ঠ শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মন্টু, সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, আবু রায়হার রানা, শেখ মঞ্জুরুল হক, উৎপল মালাকার, সৌরভ অধিকারী শুভ, বাদশা আলম, ওমর ফারুক, ইফতেখার আলম, ইমামুল মিল্লাত, রুহুল আমিন, তানভীর হাসান প্রমূখ।

এছাড়াও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক। সভায় বক্তারা জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেইসঙ্গে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। দেশব্যাপি সাংবাদিক নির্যাতন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়ে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা হলেন রাস্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ এই সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। যার কারণেই একজন সৎ ও নির্ভীক গোলাম রব্বানী নাদিম সাংবাদিকতা করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন। আমরা নাদিমসহ দেশে সব সাংবাদিক হত্যার বিচার দাবি করছি। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন করার জন্য সভায় জোর দাবি করেন বক্তারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ