৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাল্যবিয়ের দায়ে বর কারাগারে

spot_img

ইমামুল মিল্লাত, শেরপুর (বগুড়া):

বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খানের তৎপরতায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় বর রাকিবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মহারম আলীর ছেলে রাকিবুল হাসান (২০) এর সঙ্গে স্থানীয় এক স্কুলছাত্রীর (১২) বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও আশিক খান তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেন।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ৭(১) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৮ ধারায় কনে ও বরপক্ষকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে ইউএনও আশিক খান বলেন, শিশুদের জীবন নষ্ট হতে দেওয়া হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, শিশুটির পড়ালেখা যাতে বন্ধ না হয়, সেজন্য পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করতে বলা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রশাসনের এমন কঠোর অবস্থানের ফলে শিশুটি নতুন করে স্কুলে ফিরে স্বপ্ন দেখতে পারবে। অনেকে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন সামাজিক অপরাধ রোধে এই অভিযান অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ