৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মতভিন্নতাই গণতন্ত্রের অহংকার: জিএম সিরাজ

spot_img

ইমামুল মিল্লাত , শেরপুর (বগুড়া): বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, মতভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য ও অহংকার। একে অপরকে কাদা ছোড়া নয় বরং রাজনৈতিক সহাবস্থান ও শ্রদ্ধাবোধই গণতন্ত্রকে শক্তিশালী করে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির আয়োজনে ফাল্গুনি হোটেল চত্বরে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক দলীয় জাতীয়তাবাদের বীজ বপন করে গেছেন, যা আজ দেশের মানুষের অস্থি, হৃদয় ও রক্তে মিশে গেছে। এমনকি যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারাও জিয়াউর রহমানকে সম্মান করেন, কটূ কথা বলেন না।

বিএনপিকে দেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় দল দাবি করে তিনি বলেন, এই দলকে বাদ দিয়ে দেশের কোনো রাজনৈতিক সংস্কার সম্ভব নয়। বিএনপি সব সময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জিএম সিরাজ আরও বলেন, আন্দোলনের সফলতা দেখতে জনগণ এখন অপেক্ষায়। মানুষ চায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি ভোটের নামে তামাশা চালিয়ে যাচ্ছে। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে।

জাতীয় পার্টিকে বেইমান অক্ষ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা বারবার ভোট ডাকাতির সহযোগী হয়েছে, আওয়ামী লীগের ছায়াতলে থেকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

জামায়াত সম্পর্কে তিনি বলেন, জামায়াত বিএনপির শত্রু নয়, রাজনৈতিক প্রতিপক্ষ মাত্র। তাই একে অপরকে হেয় না করে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে হবে।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইনশাআল্লাহ, বিএনপি জিয়াউর রহমানের আদর্শে জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গঠন করবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, শফিকুল আলম তোতা, গোলাম মাহবুব প্যারিস, রফিকুল ইসলাম মিন্টু, সাইদুল ইসলাম, মাহবুবুল আলম হিরু প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ