৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মানবতার কল্যাণে আল মুসাইদা ফাউন্ডেশন: তিন অসহায় পরিবার পেল গভীর নলকূপ

spot_img

আরিফুল ইসলাম, বগুড়াঃ মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান ‘আল মুসাইদা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর বগুড়া জেলা শাখার উদ্যোগে সুপেয় পানির অভাবে ভোগা তিনটি অসহায় পরিবারের মাঝে সম্প্রতি একটি গভীর নলকূপ প্রদান করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ এসব পরিবার খাবার পানির অভাবে দারুণ কষ্টে দিন কাটাচ্ছিলেন।

ফাউন্ডেশনের এ উদ্যোগের ফলে আশিয়া বেওয়া, রাবেয়া বেওয়া ও নুরুল ইসলাম—এই তিন অসহায় পরিবার পানির তীব্র সংকট থেকে মুক্তি পেয়েছেন। তাঁদের বসতবাড়ির পাশে স্থাপিত গভীর নলকূপগুলোর মাধ্যমে এখন তারা সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিবারগুলো বহুদিন ধরেই একটি গভীর নলকূপের আশায় ছিলেন। আল মুসাইদা ফাউন্ডেশনের পক্ষ থেকে এগিয়ে আসায় তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, এ মহতী উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন আল মুসাইদা ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আবু হাসান। উপকারভোগী পরিবারগুলোর পক্ষ থেকে আবু হাসানসহ সংশ্লিষ্ট সকলের জন্য আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

স্থানীয়রা বলেন, সমাজে এমন মানবিক সহায়তা সত্যিই প্রশংসনীয়। এধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যান্যদেরকেও উৎসাহিত করে।

এ প্রসঙ্গে আল মুসাইদা ফাউন্ডেশন বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম বলেন,“মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। পানির কষ্টে থাকা এসব পরিবারকে নলকূপ প্রদান করে আমরা শুধুই আমাদের দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এই মানবিক প্রচেষ্টা আরও প্রসারিত করা সম্ভব।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ