৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লেবুর চেয়ে কমলার দাম কম!

spot_img

এসবি ডেস্ক : এখন আধা পাকা কমলা প্রতি কেজি ২২০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর সেগুলো ওজনে ওঠে সাত থেকে আটটি। কিন্তু চারটি লেবুর ওজনই ৫০০ গ্রামের বেশি হয়। যার দাম দোকানিরা বলছেন ১৬০ টাকা। তার মানে দাঁড়ায় প্রতি লেবুর দাম ৪০ টাকা।

সহজেই অনুমান করা যাচ্ছে যে, লেবুর চেয়ে কমলার দাম কম। যার কারণ রমজানে লেবুর চাহিদা তুলনামুলক বেশি।

মঙ্গলবার (১২ই মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে কাঁচাবাজার মার্কেটে খোঁজ নিয়ে লেবুর এই দর দেখা গেছে।

বাজারে টিটু নামের একজন ক্রেতা জানান, লেবুর দাম জিজ্ঞেস করলে বিক্রেতারা খুব ভাব নিয়ে বলে হালি ১৬০ টাকা। দাম এত বেশি কেন জিজ্ঞেস করলে গলা বড় করে বলে, ‘ভাই নিলে নেন, এক দাম।’

একথা শোনামাত্র এবার ক্রেতা টিটুর কড়া উত্তর- তোমার লেবুর দাম কি কমলার চেয়ে বেশি হয়ে গেল নাকি!

তবে ক্রেতা লেবুর দাম শুনে ভড়কে গেলেও এই চড়া দামেই বিক্রি হচ্ছে লেবু। আরও কয়েক দোকানির কাছ থেকে জানা গেল, রমজানের প্রথম দিনে ১৬০ টাকা হালি হাঁকানো লেবুটি কলম্বো জাতের। এটি সাইজে বড় ও গোল আকৃতির। দেখতে অনেকটা কমলালেবুর মতোই।

বাজারেও খোঁজ নিয়ে জানা যায় একই অবস্থা। টাউন হল বাজারে পরে দেশি কাগজি, বাতাবি ও বড় সাইজের লম্বা লেবুর খোঁজ নিয়ে জানা যায়, সেগুগলো ২৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। আর হালি ৬০-৮০ টাকা।

জানা যায়, এসব লেবু স্বাদে অতুলনীয়। রসালো ও সুগন্ধী। নরসিংদী ও হবিগঞ্জে এই জাতের লেবুর চাষ প্রচুর হয়ে থাকে। সেখান থেকেই রাজধানীতে আসে। তবে মাঠ পর্যায়েই এই লেবুর দাম বেশি হওয়ায় তার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ