৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে অসুস্থ শামীমের পাশে বিএনপি নেতা এনামুল হক শাহীন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম জায়দার অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে তাঁর খোঁজখবর নিতে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি ও জননন্দিত জননেতা এনামুল হক শাহীন। এ সময় তিনি শামীম জায়দারের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।

নেতা এনামুল হক শাহীন বলেন, শামীম জায়দার একজন নিবেদিতপ্রাণ সংগঠক। দলের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সুস্থতা কামনায় আমরা সবাই একসঙ্গে আছি। প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ মণ্ডল, উপজেলা যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতারা বলেন, দলের প্রতিটি নেতাকর্মীই বিএনপির শক্তি। শামীম জায়দার দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতায় সবাই উদ্বিগ্ন।

পরিদর্শন শেষে তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, শামীম জায়দার অচিরেই সুস্থ হয়ে আগের মতোই দলীয় কার্যক্রমে সক্রিয় হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ