
বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে পিকআপভ্যান ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ১২ আগস্ট ভোরে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি পিকআপভ্যান থামিয়ে ১৪-১৫ জন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ড্রাইভার ও হেলপারকে হাতকড়া পরিয়ে প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাদের চোখ-মুখ বেঁধে মারধর করে ১ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্র ও ৪ লাখ ৫০ হাজার টাকার পিকআপভ্যান লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর ১৩ আগস্ট বাদী আরিফ হোসেন শাজাহানপুর থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে সন্দেহভাজন রাতুলকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সুমন প্রামাণিক, সাব্বির পাশা ওরফে শাওন, মোস্তফা পাশা ওরফে শ্যামল, কালাম ওরফে সুরমা কালাম, রাসেল আহমেদ ও তারেক হোসেনকে গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম (পলাশ) জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলার রেকর্ড রয়েছে। লুট হওয়া পিকআপভ্যান ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।