
বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার দ্বিতীয় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাসার।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মহসিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল মোস্তফা ফারহাদ, আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা তাজুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রাফসান জামি, মাদ্রাসার সুপার মাওলানা হয়রত আলী, সাবেক সুপার মাওলানা সুলতান হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম, আবু তোরাব হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক ও আলহাজ্ব আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই একাডেমিক ভবন শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।