
শেরপুরে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা!!
বগুড়ার শেরপুরে আলহাজ্ব প্রামাণিক (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত আলহাজ্ব প্রামাণিক উপজেলার খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রামের দিনমজুর সোহরাব প্রামাণিকের ছেলে এবং শৈল্লাপাড়া মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এর আগে সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার নলবাড়িয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সাথে খাবার সময় পড়াশোনা বিষয়ে তার বাবা -মা বকাবকি করে। এ ঘটনায় অভিমান করে রাতে শয়ন কক্ষের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। সকালে ডাকাডাকিতে সাড়া না পেলে জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ।
শেরপুর থানার এসআই আব্দুস সালাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।