
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ
সিলেটে সিরিজ বাঁচানোর মিশনে আজ (৬ মার্চ) সফরকারী শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
এর আগে গত সোমবার (৪ মার্চ) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাইতো দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াইও বটে। কারণ ম্যাচটি হারলে সিরিজ থেকেই ছিটকে যাবে বাংলাদেশ। এ জন্য টাইগারদের লক্ষ্য এখন একটিই – ম্যাচ জয়। অপরদিকে লংকানদের সুযোগ থাকছে ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ ( ৬ মার্চ) সন্ধ্যা ছয়’টায়।