৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

“আজকের পত্রিকা” পত্রিকায় প্রকাশিত আওয়ামী লীগে নেতার ৩০ লক্ষ টাকা আত্মসাদের সংবাদের প্রতিবাদ জানালেন হোসাইন শরীফ মনির

spot_img

বগুড়া শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে ক্লাবের অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন হোসেন শরীফ মনির।

এদিকে দৈনিক “আজকের পত্রিকা” পত্রিকায় হোসেন শরীফ মনিরের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আসলে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন এই নেতা।

হোসেন শরীফ মনিরের জানান,আমি কারো স্বাক্ষর জাল করিনি।আমার নামে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।আমি সংগঠনের অনেকের কাছে থেকে টাকা পাই।সংগঠনের কথা বলে তারা আমার কাছে থেকে টাকা নিয়েছে।করতোয়া ক্রীড়া সংঘ স্থাপন হওয়ার পর থেকে সকল প্রগ্রাম,অফিস তৈরী থেকে যাবতীয় খরচ আমি নিজে বহন করেছি।ক্রীড়া সংঘের উপদেষ্টা সহ আরো সদস্যর সাথে কথা বলে আমার একাউন্টে টাকা স্থানান্তর করেছি।

অগ্রণী ব্যংকে সূত্রে জানা যায়,স্বাক্ষর জাল করে টাকা উত্তলন করা হয় নি।স্বাক্ষর সঠিক ছিলো ও যাচাই শেষে টাকা স্থানান্তর করা হয়েছে।

এদিকে টাকা আত্মসাদের অভিযোগে হোসেন শরীফ মনিরকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে।হোসেন শরীফ মনির বলেন,আমাকে অব্যাহির বিষয়ে কোন নোটিশ দেওয়া হয়নি এবং নতুন কমিটি করার কথাও জানানো হয়নি।

উল্লেখ্য,টাকা আত্মসাতের ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন করতোয়া ক্রীড়া সংঘের বর্তমান সভাপতি মাহমুদ হাসান মুরাদ। 
মুরাদ জানান, তিনি করতোয়া ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক এবং হোসেন শরিফ মনির সভাপতি ছিলেন। অগ্রণী ব্যাংক সেনানিবাস শাখায় তাঁদের যৌথ স্বাক্ষরে ক্লাবের হিসাব পরিচালনা হয়ে আসছিল। 
সম্প্রতি বগুড়া-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজে করতোয়া ক্রীড়া সংঘের জায়গাসহ স্থাপনা সরকার অধিগ্রহণ করেন। অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩০ লাখ ১০ হাজার ২৩০ টাকা গত ১৩ এপ্রিল অগ্রণী ব্যাংক সেনানিবাস শাখায় ক্লাবের হিসাব নম্বরে স্থানান্তর হয়। ক্লাবের সভাপতি হোসেন শরিফ মনির ওই দিনই সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ৩০ লাখ টাকা উত্তোলন করে তাঁর ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান তাফিম স্যানেটারির হিসাব নম্বরে স্থানান্তর করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন ব্যাংকে খোঁজ নিতে গেলে তাঁর স্বাক্ষর জাল করে টাকা স্থানান্তরের বিষয়টি জানতে পারেন। পরে মিটিং ডেকে সভাপতি পদ থেকে হোসেন শরিফ মনিরকে অব্যাহতি দেওয়া হয়। সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার পরে হোসেন শরিফ মনির টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। এ কারণে ২ আগস্ট শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেন। 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ