
এসবি ক্রীড়া ডেস্ক: লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচের মধ্যদিয়ে লা লিগায় আতলেতিকোর হয়ে অভিষেক হয়েছে সদ্য ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের। ম্যাচে বদলি হিসেবে শেষ ১৫ মিনিট খেলেছিলেন তিনি।
ম্যাচের ১৮ মিনিটেই আরনট দানজুমার গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ঠিক দুই মিনিট পরই আতলেতিকোকে সমতায় ফেরান মার্কোস লরেন্তে। ৩৭ মিনিটে কোকের আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে আতলেতিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে আতলেতিকোকে সমতায় ফেরান আলেকজান্ডার।
চার গোলের জমজমাট প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে কোন দলই লক্ষ্যে শট রাখতে পারিনি। ফলে ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ