৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈদের দিন ঘুরতে বেরিয়ে বগুড়ায় প্রাণ গেলো দুই যুবকের!

spot_img

ঈদের দিন ঘুরতে বেরিয়ে বগুড়ায় প্রাণ গেলো দুই যুবকের!

বগুড়ার নন্দীগ্রামে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক নন্দীগ্রাম পৌরসভার দামগড়া গ্রামের নান্টু হোসেনের ছেলে আল ইমরান (৩০) ও গাইবান্ধা সদরের গোলাম হোসেনের ছেলে অনার্স প্রথম বর্ষের ছাত্র আবিদার (২৪)।

স্থানীয়রা জানান, ঈদের দিন বিকেলে বন্ধুকে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন আবিদার। মোটরসাইকেলটি নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আবিদার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আবিদার বন্ধু মাহি ও অন্য মোটরসাইকেলে থাকা আল ইমরানসহ তার স্ত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আল ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাত বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ