১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

নন্দীগ্রামে মরা গরু জবাই সন্দেহে কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা

spot_img

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরহাটে বাইরে থেকে গরু জবাই করে নিয়ে আসায় ও প্রাণি সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বাবু হোসেন (৪৮) নামের এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ মে) সকালে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরহাটে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নন্দীগ্রাম ওমরপুর হাটে কসাই বাবু হোসেন বাইরে থেকে একটি গরু জবাই করে নিয়ে এসে বিক্রি শুরু করেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ মরা গরুর মাংস জবাই করে নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিক এ সংবাদ ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত জানান, ওই কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া স্থানীয় জনগণের সামনে প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ