
শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৭,৭২০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যোক পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল দেওয়া হচ্ছে।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে পাটগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী বলেন, উপজেলার ৮টি ইউনিয়ন ভিজিএফ’র চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনুকুলে ছাড় করে ইউনিয়ন রিলিফ কর্মকর্তাদের উপস্থিতিতে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।