
‘এ বছরই পরমাণু বোমার পরীক্ষা চালাবে ইরান’
এ বছরের শেষের দিকে পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের সাবেক এক কর্মকর্তা এ দাবি করেছেন। তিনি জানান, এ বছর এক বা একাধিক পরমাণু বোমার পরীক্ষা চালাবে ইরান। এ খবর দিয়েছে ফক্স।
খবরে জানানো হয়, রবার্ট গ্রিনওয়ে নামের ওই কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনে সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। ফক্স নিউজের ‘লাইফ, লিবার্টি এন্ড লেভিন’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে যথেষ্ট নিষেধাজ্ঞা আরোপ করছে না। এই সুযোগে ইরানের রাইসি প্রশাসন তাদের পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রিনওয়ে বলেন, ইরান সফলতা থেকে মাত্র এক চুল দূরে রয়েছে।