
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর ২৩ নং ওয়ার্ড শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সদর থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ হুমায়ুন কবীর এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা সাব্বির তরফদার।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর তারের পুকুর আল হেরা জামে মসজিদে কর্মী সমাবেশে মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও মাওলানা সাব্বির তরফদারের পরিচালনায় ২৩ নং ওয়ার্ডে জরুরী বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরীর মজলিশে শূরা সদস্য ও খুলনা সদর থানার নব নির্বাচিত আমীর এস এম হাফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানার সেক্রেটারি মোঃ আব্দুস সালাম, সদ্য বিদায়ী ২৩ নং ওয়ার্ড সভাপতি ও সদর থানা জামায়াতের ওলামা ও তারবিয়াত সেক্রেটারী ডাঃ হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার মোঃ আরিফুল হক মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসে এম হাফিজুর রহমান ২০২৪-২০২৫ সেশনের জন্য ২৩ নং ওয়ার্ডের দ্বায়িত্বশীলদের নাম ঘোষনা করেন। মোঃ হুমায়ুন কবিরকে সভাপতি ও মোঃ সাব্বির তরফদারকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেয়া হয়। কমিটির অন্যদের মধ্যে সহকারী সেক্রেটারীঃ মাওলানা আব্দুল হালিম, অর্থ সম্পাদকঃ মাওলানা সাব্বির তরফদার,প্রচার ও মিডিয়া সম্পাদকঃ কাজী ইউনুস,প্রকাশনা ও পাঠাগার সম্পাদকঃ মাওলানা আব্দুল হালিম, অফিস সহকারীঃ রাজা , সমাজ সেবা সম্পাদকঃ আবু সাঈদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকঃ কাজী হারুন, যুব বিভাগঃ মোঃশহিদুল ইসলাম, ওলামা বিভাগঃ মাওলানা হাবিবুল্লাহ বিলালী, ব্যবসায়ী ও শ্রম বিভাগঃ জামিরুল ইসলাম। অনুষ্ঠানের একপর্যায়ে ওয়ার্ড সভাপতি ৮ টি ইউনিটের দ্বায়িত্বশীলদের নাম ঘোষনা করেন।