
এসবি ক্রীড়া ডেস্ক: ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই, উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। শনিবার (৩১ মে) দিবাগত রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ এরেনায় সেই লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)’র মুখোমুখি হবে ইন্টার মিলান।
প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য পিএসজির।সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলেছে পিএসজি। সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয় ফরাসি জায়ান্টরা।
অপরদিকে, চতুর্থবার শিরোপা জয়ের লক্ষ্য ইন্টার মিলানের। এনিয়ে সপ্তমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলটি। সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে ফাইনাল খেলেছে ইন্টার মিলান। সেবার সিটির কাছে হেরে রানার্সআপ হয় তারা। আর সবশেষ ২০০৯-১০ মৌসুমে শিরোপার দেখা পেয়েছিল ইতালির দলটি।
সংবাদ বুলেটিন/ইন্দ্রজিৎ