
এসবি ক্রীড়া ডেস্ক: জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো ম্যানচেস্টার সিটি।
রবিবার (১৮ আগস্ট) চেলসিকে ২-০ গোলে হারিয়ে লিগে নিজেদের যাত্রা শুরু করে ইতিহাদের ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে ১৮ মিনিটেই লিড পায় সিটি। সিটির হয়ে শততম ম্যাচ খেলতে নামা আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ দিকে সিটির জালে একবার বল জড়িয়েছিল চেলসি। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয় ।
দ্বিতীয়ার্ধে, সিটিরও গোল বাতিল হয়। ৬৫ মিনিটে গোল করেছিলেন নিকো লুইস। তবে এর আগেই হলান্ড ফাউল করায় বাতিল হয় গোলটি। এতে হলান্ডকে দেখতে হয় হলুদ কার্ডও। ৮৪ মিনিটে সিটির জয় নিশ্চিত করা গোলটি আসে কোভাচিচের পা থেকে।
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ