
“ক্রীড়াঙ্গনের উন্নয়ন – শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উৎযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ এপ্রিল শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম এর সভাপতিত্বে এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন আর রশীদ হারুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক, ছাত্র সহ অনেকেই।