
এসবি ডেস্ক নিউজ: রাজধানীতে আইনজীবীদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মু. সেলিম উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রাষ্ট্রের পুনর্গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের আইনজীবীদের আরও তৎপর হতে হবে। বিচারাঙ্গনের উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে। আইনাঙ্গন বিচার প্রার্থীদের কাছে একটি জাগতিক আশ্রয়স্থল। যেখানে ন্যায়বিচার পাওয়ার আশায় ভুক্তভোগীরা দারস্থ হয়। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে আজ বাংলাদেশের জনগণ এক অস্বস্তিকর পরিবেশে জীবনযাপন করছে। এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। আজকে উপস্থিত তরুণ আইনজীবীরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী মানবতার মুক্তি ও কল্যাণকামী সংগঠন। এদেশে ইসলামের সু-মহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এজন্য জামায়াতে ইসলামীর শপথের জনশক্তি হিসেবে উপস্থিত আইনজীবীদের কৃত ওয়াদার আলোকে নিজ নিজ অঙ্গনে ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সামনে এশিয়ার সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন। এই নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতিকে একটি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সংবলিত আইনজীবী সমিতি হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদে বিশ্বাসী নীল প্যানেলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আইনজীবীরা স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী সংগ্রামসহ জাতীয় সকল সংকটে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ন্যায়বিচার নিশ্চিত করে বিচারপ্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইনাঙ্গনে গতিশীলতা এবং আইনজীবীদের অধিকার সমুন্নত রাখতে তিনি জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের সহপূর্ণ প্যানেলে নীল প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।