৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘‘দেখা না দিলে বন্ধু কথা কইওনা’’ গানে ডগর বাজিয়ে উচ্ছ্বাসিত মরিয়মনগরের শিবু জলদাশ

spot_img

সুব্রত দাশ  :
ছয় বছর বয়স থেকে ঢোল বাজানো হাতেখড়ি শিবু জলদাশ। বড় ভাই প্রয়াত আশুদাশের কাছে প্রথম ঢোল বাজানো শেখার তালিম নেন তিনি।

এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শিবু জলদশ’কে। একে একে হাত পাকিয়ে নেন নাম করা তবলা বাদকের কাছ থেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিযমনগর ইউনিয়নের জলদাশ পাড়া গ্রামের শিবু এখন জাতীয় পর্যায়েও বিভিন্ন অনুষ্ঠানে বাদক হিসাবে হাজির হন।

শিল্পী শফি মন্ডল কিংবা ফকির শাহাবুদ্দিন বা যে কোন শিল্পীর প্রথম পছন্দ বাংলার ঢোল বাদক শিবু জলদাশ। বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ঢোল বাজাতে ডাক পড়ে তার।

সম্প্রীতি ফোক স্টুডিও বাংলায় ‘‘দেখা না দিলে বন্ধু কথা কইওনা’’ গানে ডগর বাজিয়ে উচ্ছ্বসিত শিবু জলদাশ।

কথা প্রসঙ্গে শিবু জলদাশ বলেন, ‘‘ডগর’’ নামের বাদ্যযন্ত্রটি অনেক’টা বিলুপ্তের পথে। আগেকার দিনে সনাতন ধর্মীয় অনুষ্ঠান, বলি খেলা কিংবা বিয়ে অনুষ্ঠানে ডগরের ব্যবহার হতো। এখন ডগর এর ব্যবহার নেই বললেই চলে। স্কুলে ভর্তি করানোর পর ছয় বছর বয়স থেকে বাদ্যকর পেশাতে আগ্রহী করতো বাবা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ