
নিয়ামুল ইসলাম, ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনটে কাউসার আহম্মেদ মন্ডল (৩০) নামে এক কৃষি ফার্ম শ্রমিকের লাশ উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। কাউসার ওই ইউনিয়নের বিলকাজুলি গ্রামের মোজদার হোসেনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কাউসার আহম্মেদ জীবিকা নির্বাহের জন্য জেলা রংপুরে এক কৃষি ফার্মের শ্রমিক হিসেবে কাজ করতো। ঘটনার দিন ২০ মে শনিবার পারিবারিক অশান্তির কারণে বাবা মায়ের প্রতি অভিমান করে। পরের দিন রবিবার সকালে পেঁচিবাড়ি গ্রামের করম আলী মন্ডলের ছেলে হেলাল উদ্দিনের পিঠাকড়া গাছের ডালের সাথে লাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।