৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নাটকীয় শেষ ওভারে বরিশালের শিরোপা জয়

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে চট্টগ্রাম কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।

শুক্রবার (৭ফেব্রুয়ারী ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টসে হেরে ব্যাট করতে নেমে দারুন ছন্দে খেলতে থাকে দুই ওপেনার। ওপেনিং জুটি থেকে আসে ১২১ রান। ৪৪ বলে ৬৬ রানে ওপেনার খাজা নায়েফ ফেরার পরে আরেক ওপেনার পারভেজ হোসাইন ইমন জুটি বাঁধেন গ্রাহাম ক্লার্কের সাথে। দুইজনের জুটি থেকে আসে ৭০ রান। শেষ ওভারে ক্লার্ক (২৩ বলে ৪৪ রান) ফিরে গেলেও অপরাজিত থাকেন ইমন। ইমনের ৪৯ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে চিটাগং কিংসের মোট সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।

বল হাতে মোহাম্মদ আলি ও এবাদত হোসেন শিকার করেন ১টি করে উইকেট।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আক্রমনাত্মক ভাবে খেলতে থাকে বরিশালের দুই ওপেনার। পাওয়ার প্লেতেই তুলে নেয় ৫৭ রান। দলীয় ৭৬ রানে কাটা পরেন তামিম। সাজঘরে ফেরার আগে তার সংগ্রহ ২৯ বলে ৫৪ রান। দলীয় ৯৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বরিশাল। এসময় দলের হাল ধরেন মায়ার্স ও মুশফিক। দলীয় ১৩০ রানে মুশফিক ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন মায়ার্স। ১৮তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে বরিশালকে চাপে ফেলে দেন শরিফুল। কিন্তু আটে নামা রিশাদের ৬ বলে ১৮ রানের ক্যামিওতে শেষ ওভারে জয় পায় বরিশাল।

সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম কিংস – ১৯৪/৩ [ইমন-৭৮*(৪৯), খাজা-৬৬(৪৪), ক্লার্ক-৪৪(২৩); আলী-১/২১, ইবাদত- ১/৩৫]

ফরচুন বরিশাল – ১৯৫/৭ [তামিম-৫৪(২৯), মায়ার্স-৪৬(২৮), হৃদয়-৩২(২৮); শরিফুল-৪/৩৪, নাঈম-২/১৮, বিনুরা-১/৪২]

ম্যাচ সেরা: তামিম ইকবাল।

সংবাদ বুলেটিন/দেবযানী

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ