৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে: মির্জা ফখরুল

spot_img
নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিতে মতভেদ থাকবেই। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনগণ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। মানুষ বলছে নির্বাচন হবে তো? নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একধরনের আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন হবেই এবং ঘোষিত সময়ের মধ্যেই হবে। নির্বাচন যদি না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। বিভিন্ন জায়গা থেকে অনেকে চেষ্টা করছে ফ্যাসিবাদেকে নিয়ে কথা বলার জন্য। বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচন খুব দরকার।’

তিনি বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হচ্ছে— মধ্যমপন্থার রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি রাজনৈতিক দল মিথ্যা-ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায় জানিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য ফখরুল বলেন, ‘আপনারা তাদের এই সুযোগটা দিবেন না। যাতে তারা বলতে পারে বিএনপি খারাপ কাজ করছে। আপনারা মনে করবেন না যে ক্ষমতায় চলে এসেছেন। এখনো আপনারা ক্ষমতার কাছেই আসেননি। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েকদিন আগে কিছু হতাশার কথা বলেছিলাম। এ বিষয় নিয়ে আমার কাছের মানুষ ভৎসনা করেছে। তারা বলেছেন, ‘আপনি হতাশার কথা বললেন কেনো, আমরা তো আপনার কথায় উৎসাহ পায়।’ তাদের বলেছিলাম, এই বয়সে এসে যখন দেখি আমার স্বপ্ন, লড়াই, সংগ্রাম ম্লান হয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই হতাশা আসতে পারে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের সংগ্রাম নিয়ে খুব বেশি লেখা হয়নি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে অনেক কালজয়ী গান, কবিতা লেখালেখি হয়েছে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তেমন কবিতা-গান আমি দেখিনি।’

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই সিকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ