
এসবি ক্রীড়া ডেস্ক: এ যেন এক অপ্রতিরোধ্য বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশের। বাইশগজেও যেন লেগেছে সেই নতুন বাংলাদেশের ছোঁয়া। পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা বাংলাদেশ আজ জয় তুলে নিয়েছে তাদেরই ঘরের মাঠ থেকে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের প্রাচীনতম সংস্করণে এটাই পাকিস্তানের বিপক্ষে বাংলার প্রথম জয়।
দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান তুলে চতুর্থ দিন শেষ করা স্বাগতিকরা পঞ্চম দিনে টাইগারদের বোলিং তোপে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পাওয়া বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য নির্ধারিত হয় ৩০ রানের। বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে নির্ধারিত লক্ষ্য পৌঁছে যায়।
প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষনা করে। জবাব দিতে নেমে মুশফিকুর রহিমের দুর্দান্ত ১৯১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৫৬৫ রান।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান –
১ম ইনিংস : ৪৪৮/৬ ইনিংস ঘোষণা (রিজওয়ান ১৭১, শাকিল ১৪১; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)
২য় ইনিংস : ১৪৬ (রিজওয়ান ৫১, শফিক ৩৭; মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)
বাংলাদেশ –
১ম ইনিংস : ৫৬৫ (মুশফিক ১৯১, সাদমান ৯৩; নাসিম ৩/৯৩, আফ্রিদি ২/৮৮)
২য় ইনিংস : ৩০/০ ( জাকির ১৫*, সাদমান ৯*)
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ