
বগুড়ায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার সকাল ৯.০০ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি শহরের বড়গোলা মোড় থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দত্তবাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রেণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সমাবেশে বগুড়া শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল বলেন,অবিলম্বে সরকারকে পদত্যাগ করে,কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে।পাশাপাশি আমীরে জামায়াতকে সহ আমাদের সকল নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে।
জানা যায়,বগুড়ায় বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে জেলা পুলিশের কাছে আবেদন করে জামায়াতে ইসলামী। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আবেদনপত্রটি জমা দিয়েছিলো।আবেদনপত্রে উল্লেখ করে, রোববার (৩০ জুলাই) বগুড়া বায়তুর নুর সেন্ট্রাল জামে মসজিদ থেকে বাদ যোহর নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও শীর্ষ নেতাসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তি, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে নিয়ে আসার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতিসহ বগুড়া পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছিলো।বগুড়া বারের সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দিনের নেতৃত্বে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল এ আবেদন জমা দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন, বারের সহ-সভাপতি সাখওয়াত হোসেন মল্লিক, সাইফুদ্দিন সাইফুল, আব্দুস সালাম, নুরুল ইসলাম আকন্দ ও সিরাজুল ইসলাম।বগুড়া বারের সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, আবেদনপত্রটি জমা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়ে পরে জানানো হবে। গত কয়েকদিন আগেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিশাল মিছিল করা হয়েছে। সেখানে কোনরকম বিশৃঙ্খলা হয়নি। আগামীকালের কর্মসূচী কেন্দ্রীয় নির্দেশে বগুড়া জামায়াতে ইসলামীর শহর শাখা বাস্তবায়ন করবে। সেখানে অন্তত দুই থেকে তিন হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।