
রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইদুর রহমান রাজিব নামের এক গ্রিল মিস্ত্রিরী নিহত হয়েছেন।
শনিবার (২০ মে) সকালে উপজেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম সাইদুর পেশায় গ্রিল মিস্ত্রিরী ছিলেন। সে উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই সোহেল রানা বলেন, ‘সাইদুর রহমান রাজিব গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রিল মিস্ত্রির কাজ করতেন। মাঝে মাঝে অনেক রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার রাতে বাড়ি ফেরেননি। শনিবার সকালে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’