
নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রোববার দুপুরে মাদক আইনে করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের গোকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের নুরুজ্জামান মিয়া (২৮) ও হাতিবান্ধা উপজেলার ধুবলী এলাকার মমিনুল ইসলাম (৩৫)।
আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া র্যাব কার্যালয়ের স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে
লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপ তল্লাসী করে ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ৪ টি সিম ও নগদ ৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। এ দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। বগুড়া সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।