৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আলু ঘাটি নিয়ে মারামারি /পাল্টাপাল্টি অভিযোগ

spot_img

বগুড়ার শাজাহানপুরে ইসলামী জালসার আলু ঘাটি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারপিটের ঘটনায় থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। মারপিটে আহত আব্দুল মমিন ফুত্তু (২৩) নামে এক মাদ্রাসা ছাত্র বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এঘটনায়  মঙ্গলবার (২১ জানুয়ারী) আতিকুর রহমান বাবু নামে নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত সোমবার (২০জানুয়ারী) আরিফুল ইসলাম নামে অপর এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ জানুয়ারী) উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া দাখিল মাদ্রাসা মাঠে ইসলামী জালসা অনুষ্ঠিত হয়। ইসলামী জালসায় এলাকার লোকজনকে খাওয়ানোর জন্য আলু ঘাটির ব্যবস্থা করা হয়। রাত ৩টার দিকে জোকা গ্রামের আব্দুল খালেকের ৩ ছেলে আরিফুল ইসলাম, তাজুল ইসলাম ও আব্দুল মমিন ফুত্তু আলু ঘাটির পরিমাণে একটি বেশি অংশ নেয়ার জন্য জোর জবরদস্তি করেন। এনিয়ে একই এলাকার আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকন সহ স্থানীয় ব্যক্তিরা তাতে বাধা দেন। একপর্যায়ে আব্দুল খালেকের ৩ ছেলে আরিফুল, তাজুল ও আব্দুল মমিন ফুত্তু সহ তাদের লোকজন আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকনসহ বেশ কয়েকজনকে বেদড়ক মারধর করেন। এই ঘটনার জের ধরে গত সোমবার (২০ জানুয়ারী) স্থানীয় নারী-পুরুষ সুযোগ বুঝে তাজুল ও আব্দুল মমিন ফুত্তুর উপর হামলা করে। এসময় তাজুল ইসলাম দৌড়ে পালিয়ে গেলেও আব্দুল মমিন ফুত্তুকে স্থানীয়রা মারপিট করেন। মারপিটে আব্দুল মমিন ফুত্তু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য মাদক ব্যবসায় বাধা দেয়ায় মারপিটের অভিযোগে এনে থানায় অভিযোগ দায়ের করেন আরিফুল ইসলাম। অপর দিকে প্রকৃত ঘটনা উল্লেখ করে আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) থানায় অভিযোগ দায়ের করেন আতিকুর রহমান।

এবিষয়ে আগের অভিযোগের বাদি আরিফুল ইসলাম জানান, প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী হওয়ায় এলাকার যুব সমাজ তাদেরকে সাথে নিতে অসম্মতি জানায়। এনিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।

থানার ওসি ওয়াদুদ আলম জানান, দুই পক্ষেরই অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ