
বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে কুমারী সুপ্তি দত্ত (২৫) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে জগন্নাথপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে রোববার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সুপ্তি দত্ত জগন্নাথপাড়া এলাকার শ্রী সুনীল কুমার দত্তের মেয়ে এবং সরকারি আজিজুল হক কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।
নিহতের বাবা শ্রী সুনীল কুমার জানান, আমার মেয়ে দীর্ঘ এক মাস হলো মানসিক অবসাদে ভুগছিল। সুপ্তি রোববার রাতে তার ঘরে পড়াশোনা করছিল। রাত সাড়ে ১১ টার দিকে খাবার খাওয়ার জন্য দরজায় গিয়ে ডাকাডাকি করি। এতে কোন সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখি। তখন আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে তার মৃতদেহ নামায়।
এ বিষয়ে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।