
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শাজাহানপুর উপজেলা থেকে নবনির্বাচিতদের মধ্যে রয়েছেন—
- এ্যাড. রহিমা খাতুন মেরী – যুগ্ম সম্পাদক
- এ্যাড. গোলাম মোস্তফা মজনু – যুগ্ম সম্পাদক
- এ্যাড. মেহেদী মাহমুদ লেমন – সহ-প্রচার সম্পাদক
- এ্যাড. এ.এম. তৌফিকুর রহমান – কার্যনির্বাহী সদস্য
অভিনন্দন বার্তায় বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সহযোদ্ধা হিসেবে নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনের ময়দানে ন্যায়, সত্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন—এটাই সকলের প্রত্যাশা।
নবনির্বাচিত নেতাদের মধ্যে শাজাহানপুর উপজেলার কৃতিসন্তান হিসেবে পরিচিত আইনজীবীদের আইনি ভূমিকা ভবিষ্যতে আরও বেগবান হবে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট নেতারা।