
বগুড়ার সারিয়াকান্দিতে ৩৫বস্তা সরকারি চাল সহ একজন গ্রেফতার, থানায় মামলা।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সরকারি মোড়ক সমেত ৩৫ বস্তা সরকারি চাল সহ একজন চাল কালোবাজারি কে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম জাহিদুল ইসলাম-৩৮, সে পুর্ব হিন্দুকান্দি এলাকার জয়নাল সরদারের ছেলে।
১৩ই এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার সকালে পৌর এলাকায় হিন্দুকান্দি পুলিশ লাইন হইতে ঐ আসামীর নিজ বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ ও খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ঐ চাল যব্দ করে এবং এই চাল ক্রয় করার অপরাধে একজন কে গ্রেফতার করা হয়। পরে যব্দকরা চাল থানায় নিয়ে আসাহয় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আয়ো এস আই নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত এই সরকারি চাল ক্রয় বিক্রয় করে আসছিলো। তার সাথে আরো কেউ জরিত আছে কিনা তাহা তদন্ত করে দেখা হবে।
এই ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে সাথে নিয়ে আমরা অভিযান চালিয়ে চাল ও আসামী কে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামী কে আদালতে সোপর্দ করার প্রস্ততি নেয়া হচ্ছে।