৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বশেমুরবিপ্রবিতে ভিসি এবং প্রো-ভিসির যোগদান

spot_img

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক হোসেন উদ্দিন শেখর এবং দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে যোগদান করলেন ড. মোঃ সোহেল হাসান।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯.০০ টায় উপাচার্য তার অফিসে যোগদান করেন এবং উপ-উপাচার্য দুপুর ২.০০ টায় তার অফিসে পৌঁছান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অভিবাদন জানায়।

যোগদান করে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় সকলে নবনিযুক্ত উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোঃ সোহেল হাসান বলেন,” আমি সত্যিকার অর্থে এই বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এই কাজে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা চাই।

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন,”আমি রাজনীতি মুক্ত, পুরাদস্তর একজন একাডেমিক মানুষ, ৩২ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, রিসার্চ নিয়ে কাজ করেছি, তোমরা ( শিক্ষার্থীরা) আমাকে সহযোগিতা করলে এই বিশ্ববিদ্যালয়ের সেশনজটসহ সকল মৌলিক সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারি”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ