৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

spot_img

 

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া জেলা শাখার উদ্যোগে এক বিশেষ ওয়ায়েজিন ও মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শহরের শাহ ওয়লিউল্লাহ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ক্বারী মাওলানা আবদুল মজিদ এবং পরিচালনা করেন মাওলানা হাফেজ আবদুন্নুর।

সম্মেলনের সূচনায় দারসুল কুরআন পেশ করেন সিনিয়র প্রভাষক মোঃ কাওসার আলী।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির প্রিন্সিপাল আবদুল হক সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও বক্তাগণ—মাওলানা আলমগীর হুসাইন, ডঃ মনিরুজ্জামান, মাওলানা হেদায়েতুল ইসলাম, আমজাদ হোসাইন রাশেদী, আবদুল মতিন নিজামি, মাওলানা রুহুল আমীন যুক্তিবাদী, মাওলানা গোলাম আজম, মাওলানা আবদুল বারি রাশেদী, প্রভাষক মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আবদুল আলিম, মাওলানা আবদুল মমিন, মাওলানা কোরবান আলী, ইবরাহীম হোসাইন, রেজাউল করিম ফারুকী, আবদুল মান্নান, বুলবুল আহমেদ, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মুহিবুল্লাহ, মাকসুদ আলম আজমী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সম্মেলনে বক্তারা আল কুরআনের গভীর অধ্যয়ন, তরজমা ও তাফসিরের প্রয়োজনীয়তা, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অগ্রাধিকার এবং ওয়ায়েজ ও মুফাসসিরদের ভূমিকাকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।

সম্মেলন শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ